সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভালুকামুক্ত দিবস উপলক্ষে র্যালি  

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকামুক্ত দিবস উপলক্ষে র্যালি  

ময়মনসিংহের ভালুকায় ৮ ডিসেম্বর ভালুকামুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড শহীদ স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। 

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। এইদিনে মেজর আফসার উদ্দিন আহমেদের নেতৃত্বে ভালুকা পাক হানাদারমুক্ত হয়। তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর (অব.) সুবেদার আফসার উদ্দীন আহমেদ ১৯৭১ এর ১৭ এপ্রিল ১টি মাত্র রাইফেল ও ৮জন সদস্য নিয়ে মুক্তিবাহিনীর একটি গেরিলা ইউনিট গঠন করেন। 

পরে ভালুকা থানা দখল করে ১৫/১৬টি রাইফেল ও প্রচুর গোলাবারুদ সংগ্রহ করেন। পরে তিনি প্রায় সাড়ে ৪ হাজার সদস্যের এক বিশাল বাহিনী গঠন করেন। ওই যুদ্ধে ৪৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়।

যুদ্ধকালীন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ডাক্তার রমজান আলী তরফদারের তত্ত্বাবধানে ৫ জন ডাক্তার ১০ জন সহকারী চিকিৎসক ও ৪ জন নার্সের সমন্বয়ে আফসার ব্যাটেলিয়ান হাসপাতাল নামে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল পরিচালিত হয়।

টিএইচ